জাতীয় ফুলের নামে নাম। শাপলা। পুরো নাম শাপলা পাল। চট্টগ্রামের মেয়ে। সুন্দরী – সুকণ্ঠী গায়িকা। চট্টগ্রাম অঞ্চলের প্রবল জনপ্রিয় এই গায়িকা এখন ঢাকায় এসে গান করছেন। ক্রমশ নিজেকে জাতীয় পর্যায়ের কণ্ঠতারকা হিসেবে প্রতিষ্ঠিত করে তুলছেন সুললিত কন্ঠের অধিকারিনী গায়িকা শাপলা পাল।

তিনি এই প্রতিবেদককে জানান, ২০১৬ সালে মিক্সড অডিও অ্যালবাম ” অজানা ভালোবাসা”র মাধ্যমে তার গায়িকা হিসেবে মিডিয়ায় আত্মপ্রকাশ। পরের বছরেই আরেকটি মিক্সড অ্যালবাম বাজারে আসে তার। আর গেলো বছর প্রকাশিত হয় শাপলার গাওয়া প্রথম একক অ্যালবাম “স্বপ্নতরী”। ৬টি গানে সাজানো অ্যালবামটির কথা সুর ও সংগীত পরিচালনা করেন আহমেদ রাজিব। শাপলা পাল এই প্রসঙ্গে বলেন, স্বপ্নতরী অ্যালবামটি আমি নতুন শিল্পী হলেও ভালো চলেছে। শ্রোতারা আমার গানের প্রশংসা করেছেন। সবচেয়ে বড় কথা হলো ইউটিউব এর জমানায় সিডি আকারে বের করেছি এই অডিও অ্যালবামটি। শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে বলেই এর তিনটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছি। গান তিনটির নাম জানতে চাইলে শাপলা বলেন, বিনয় করি গো তোমায়, ধোঁয়ার শহরে, মাঝি। তিনটি মিউজিক ভিডিওই শ্রোতাপ্রিয়তা পাওয়ার কথা জানান তিনি।

স্বপ্নতরী অ্যালবামের সাফল্যের পর গেলো দুর্গাপূজায় শাপলার গাওয়া ” বাজলো তোমার আলোর বেনু” গানের মিউজিক ভিডিও আসে তার নিজের নামে করা ইউটিউব চ্যানেলে। এছাড়াও একটি বাংলা ও একটি হিন্দী গান নিয়ে বানানো ম্যাশাপ গান প্রকাশ করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল শাপলা পাল এ।

নিজের পরবর্তী কাজ প্রসঙ্গে শাপলা পাল বলেন, আসন্ন ঈদের জন্যে ৪টি গান দিয়ে একটি একক অ্যালবাম ও একটি সিংগেল ট্র্যাক করছি। দুটোরই কাজ চলছে কলকাতায়। একেক এর গান ৪টি করছেন কলকাতার রকেট মন্ডল। সিংগেল ট্রাকটি করছেন অভ্রদিপ্ত। রকেট মণ্ডলের করা গানগুলো মিউজিক ভিডিও সহ প্রকাশ পাবে। তবে এখনও এগুলোর নাম চূড়ান্ত হয়নি।

ঢাকা ও চট্টগ্রামের স্টেজ শোর প্রিয়মুখ শাপলা পাল জানান, সঙ্গীতে বর্তমানে ভালো একটা অবস্থান বা পরিচিতি তৈরি হলেও এখন পর্যন্ত তার সিনেমার প্লেব্যাক করা হয়নি। তাই এই মাধ্যমে কাজ করার জন্যে তিনি মুখিয়ে আছেন। কথায় কথায় নিজের সুর তাল ও লয়ের সঙ্গে বসবাসের নেপথ্য কাহিনী বলেন তিনি। মা সঞ্জু পালের কাছে তার সঙ্গীতে হাতেখড়ি সেই শৈশবেই। এরপর সুরবন্ধু অশোক চৌধুরী এবং ওস্তাদ রাখল নন্দীর কাছে সঙ্গীতে উচ্চতর তালিম নেন। বর্তমানে তিনি ঢাকায় সুজিত মোস্তফার কাছে সঙ্গীতে বিশেষ তালিম নিচ্ছেন।

চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪ এর টপ ১৫ এর প্রতিযোগী শাপলা পাল গান গাওয়ার জন্যে এখন পর্যন্ত সিঙ্গাপুর, মালয়শিয়া, ভারত সফর করেছেন। বর্তমানে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া দেশের প্রায় সকল টিভি স্টেশনে নিয়মিতই লাইভ মিউজিক্যাল শো করছেন। শাপলা পাল জানান, স্টেজ শোতে দর্শক শ্রোতাদের অনুরোধে পুরনো দিনের বাংলা, হিন্দী এবং ফোক গান গাইতে হয় বেশি। তবে তার নিজের গাইতে বেশি ভালো লাগে পুরনো দিনের বাংলা গান।

Spread the love